আন্তর্জাতিক ডেস্ক
নেপালের দোলাখা জেলায় ইয়ালুংরি বেস ক্যাম্পের কাছে তুষার ধসের ঘটনায় সাত আরোহী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি (দুই ইতালি, একজন করে কানাডা, জার্মানি ও ফ্রান্স) এবং দুইজন নেপালের নাগরিক ছিলেন, যারা গাইড হিসেবে যুক্ত ছিলেন।
দুর্ঘটনার সময় আটজন আহত হন এবং তারা বর্তমানে কাঠমান্ডুতে চিকিৎসাধীন। উদ্ধারকাজ চললেও বৈরী আবহাওয়া ও টেকনিক্যাল জটিলতার কারণে বাকি পাঁচজনের দেহ বের করা দেরি হচ্ছে। তুষার ধস শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই ঘটনা ঘটে।
পর্বত অভিযান পরিচালনাকারী সংস্থা ‘সেভেন সামিট ট্রেকস’ জানায়, নিহতদের দেহ তুষারের ১০-১৫ ফুট গভীরে চাপা থাকতে পারে। উদ্ধারকাজের জন্য সময় এবং সতর্কতা প্রয়োজন।