1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা: চিকিৎসক বাংলাদেশ পুলিশের দুর্নীতি: নতুন সরকারের দায়িত্ব ও জনমতের চাপ মৌলভীবাজারে লাইফলাইন হাসপাতালে অনিয়ম ও অবহেলার অভিযোগ ছাত্রদলের কমিটি গঠনে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা: ভাঙচুর, মারধর ও লুটপাট লন্ডন থেকে ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন ডা. জুবাইদা খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন কি না—চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকদের: মির্জা ফখরুল বাংলাদেশে কারও নিরাপত্তা ঝুঁকি নেই,তারেক রহমানের ফেরাকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস জাতীয় নির্বাচনের আগে বিএনপিতে যোগদানের ঢল: মির্জা ফখরুল ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে যুবদল নেতাকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় সিআইডি কর্মকর্তা

বাংলাদেশে সাংবাদিকতায় ‘মব আতঙ্ক’: হামলা-মামলায় আতঙ্কিত গণমাধ্যমকর্মীরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বেড়ে যাওয়ায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। সম্প্রতি সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় মব হামলার শিকার হন তিনি। ওই ঘটনায় সাংবাদিকসহ একাধিক ব্যক্তি আহত হলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে সন্ত্রাস দমন আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মাহবুব কামালসহ অনেকে সেই দিনের আতঙ্কের অভিজ্ঞতা তুলে ধরেছেন। মাহবুব কামাল জানান, তিনি প্রায় আড়াই ঘণ্টা একটি কক্ষে লুকিয়ে ছিলেন।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং বিভিন্ন জেলা শহরে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলনের সময় দুই দিনে ২৫ জন সাংবাদিক আক্রান্ত হন।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২৭৪ জন সাংবাদিক হামলা ও মামলার শিকার হয়েছেন। এর মধ্যে ৭৩ জন সাংবাদিক দায়িত্ব পালনকালে নির্যাতিত হয়েছেন, ১১ জন হত্যার হুমকি পেয়েছেন এবং ৪৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। টিআইবির প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরও সাংবাদিকদের হয়রানি, বরখাস্ত এবং মব আতঙ্ক অব্যাহত রয়েছে।

আরএসএফ জানিয়েছে, বাংলাদেশ বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগোলেও সাংবাদিকদের নিরাপত্তা এখনও ঝুঁকিপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত গোষ্ঠীগুলো সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে বলেও তারা উল্লেখ করেছে।

মানবাধিকারকর্মী নূর খান বলেছেন, ‘‘এখন যে-কোনো সাংবাদিককে যেকোনো সময় আটক করা হতে পারে।’’
সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর মনে করেন, মব-সন্ত্রাসকে কেউ কেউ ‘প্রেশার গ্রুপ’ হিসেবে দেখানোয় এই হামলার সংস্কৃতি উৎসাহিত হচ্ছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘‘আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় হামলাকারীরা বারবার উৎসাহ পাচ্ছে।’’

সাংবাদিক সমাজের প্রতিনিধিরা বলছেন, হামলা-মামলার এই পরিবেশ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সূত্র : ডয়চে ভেলে

Share this Post in Your Social Media

Comments are closed.

এই ধরনের আরও খবর
Copyright © 2025, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Weekly Desher Chitra developed by LogoMyface