অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের লোকদের বসিয়ে “নীলনকশার নির্বাচন” আয়োজনের ষড়যন্ত্র করছেন। তিনি দাবি করেন, ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম এবং কণ্ঠের রেকর্ড আছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন,
“আমরা সরকারের দিকে হুঁশিয়ারি দিচ্ছি না, দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসনের যে অবস্থা এবং ষড়যন্ত্র চলছে, তা বন্ধ করুন। নিরপেক্ষ ও সৎ লোকদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিন। আমাদের কাছে যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে। সুযোগ দেওয়া হচ্ছে সংশোধনের জন্য। না হলে জনসমক্ষে প্রকাশ করা হবে।”
ডা. তাহের জানান, সম্প্রতি জনপ্রশাসনে একটি গুরুত্বপূর্ণ পদে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যার অতীত দুর্নীতির ইতিহাস রয়েছে এবং তিনি একটি দলের প্রতি অনুগত। তিনি অভিযোগ করেন, সরকারের কয়েকজন উপদেষ্টা একই দলের পক্ষে নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে দলীয় সরকারের চেষ্টা চালাচ্ছেন।
এছাড়া তিনি নভেম্বর মাসে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার দাবি পুনর্ব্যক্ত করেন। মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। চট্টগ্রাম, রংপুর, গাজীপুর, বরিশালসহ দেশের সব বিভাগীয় শহরেও একই কর্মসূচি পালন করা হয়।