স্টাফ রিপোর্টার
গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র এবং উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
ফারুক হাসান অভিযোগ করেন, হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি বলেন, “বক্তব্য দেওয়ার সময় আমি বলেছিলাম, আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার চাইনি। এর জন্য দায়ী তারা, যারা ৫ আগস্ট ক্যান্টনমেন্টে বৈঠক করেছিল। এই বক্তব্যের পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা আমার ওপর আক্রমণ চালায়। তারা আমার মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়।”
তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান হামলায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ফারুক হাসানের ওপর হামলা চালিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদের কর্মীরা। এই সংগঠন সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। এদের নিষিদ্ধ করা উচিত।”
উল্লেখ্য, এ ঘটনার বিষয়ে উভয় পক্ষের ভিন্নমত থাকায় সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের দাবি উঠেছে।