আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো বাস্তব অগ্রগতি না হলেও পুতিন পশ্চিমা বিচ্ছিন্নতা কাটিয়ে উষ্ণ অভ্যর্থনা পাওয়ায় বড় রাজনৈতিক সাফল্য অর্জন করেছেন।
বৈঠকের শুরুতে উভয় নেতা সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেন। তবে সাংবাদিকদের প্রশ্ন পুতিন এড়িয়ে যান। বক্তব্যে তিনি ইউক্রেন শান্তির পূর্বশর্ত হিসেবে রাশিয়ার দাবি পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে ট্রাম্প সংক্ষিপ্ত ও ধোঁয়াশাপূর্ণ মন্তব্যে বৈঠককে “ফলপ্রসূ” আখ্যা দিলেও কোনো স্পষ্ট সমঝোতার কথা বলেননি।
চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবুও দুই নেতার হাসিমুখ ও ভবিষ্যৎ বৈঠকের ইঙ্গিত যুক্তরাষ্ট্র–রাশিয়া সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।
সূত্র : বিবিসি