ডেক্স নিউজ:
কক্সবাজার জেলার গভীর সমুদ্র এলাকা হতে ১৩,০০,০০০ (তের লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন (জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক) মাদক ব্যবসায়ী গ্রেফতার।কক্সবাজারে বঙ্গোপসাগর দিয়ে পাচারের সময় ১৩ লাখ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। যা চলতি বছরের ইয়াবার সবচেয়ে বড় চালান বলে জানা গেছে। আটক করা হয়েছে দুই রোহিঙ্গাকে। র্যাবের পক্ষ থেকে সোমবার দুপুর ১২টায় কক্সবাজারে র্যাব-১৫ এর কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। র্যাবের একটি সূত্র জানায়, আটক মাদক কারবারিরা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। বেশ কিছুদিন ধরে তারা গোয়েন্দা নজরদারিতে ছিল। এক পর্যায়ে গভীর সমুদ্র থেকে ১৩ লাখ ইয়াবাসহ তাদের আটক করতে সক্ষম হয়।কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মায়ানমার সীমান্ত হতে ট্রলারযােগে সমুদ্র পথে কথিত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে কক্সবাজার জেলার সদর থানাধীন খুরুশকুল মাঝির ঘাটের দিকে আসতেছে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল গত ২৩ আগস্ট ২০২০ তারিখ বিকেল ৫:০০ ঘটিকায় কক্সবাজার জেলার গভীর সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে আসামী জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক (১) মােঃ আয়াজ (৩৪), পিতা- মােঃ বশির আহমেদ, মাতা- মৃত আয়শা খাতুন, সাং- বালুখালী ক্যাম্প-১৩, ব্লক- এইচ-১৬, মাঝি- ইউসুফ, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার এবং (২) মােঃ বিল্লাল (৪৫), পিতা- মৃত আব্দুল মজিদ, মাতা- মােছাঃ মােস্তফা খাতুন, সাং- ঝিলংজা, ০২ নং ওয়ার্ড, দক্ষিণ হাজীপাড়া, পাওয়ার হাউস, থানা- সদর জেলা- কক্সবাজার দেরকে ১৩,০০,০০০ (তের লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি ফিশিং বােট, ০১টি মােবাইল, ০১টি সীম কার্ড এবং নগদ ১০,৯০০/- টাকাসহ গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মাদক (ইয়াবা) এর আনুমানিক মূল্য প্রায়ঃ৬০,০০,০০,০০০ (ষাট কোটি) টাকা।