কক্সবাজজার পৌরসভার সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেলের ২০ কোটি টাকা জব্দ করেছে দুদক।
কক্সবাজারের চারটি ব্যাংকের তার একাউনন্টে এসব টাকা জব্দ করেছে দুদক।আজ মঙ্গলবার (১ সেপ্টম্বর) – থেকে টাকাগুলো জব্দ করা হয়।দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারি পরিচালক শরীফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।