কি ভাবছেন??এটা কার হাত?
আপনি হয়তো ভাবছেন কোন কৃষক বা কোন মাছ বিক্রেতার হাত ইত্যাদি.।আসলে এটা একজন ডাক্তারের হাত,করোনা হাসপাতালে টানা Gloves পড়ে Duty করার কারনে হাতের এই অবস্থা।
যদি কখনো করোনা মহামারী শেষ হয়ে যায় জেনে রেখো মহামারীকে কেন্দ্র করে ব্যবসায়িক সুযোগ নিতে কেউ ছাড়ে নি। সবাই যার যার জায়গা থেকে করোনা কে কেন্দ্র করে নিজেদের মূল্য বাড়িয়েছে ,শুধু ফায়দা নেয়নি আপনারা যাদের সারা বছর কসাই বলে গালি দেন তারা..।
কসাই বলার আগে একটু চিন্তা করবেন এই কঠিন বিপদে কারা জীবন বাঁজি রেখে আপনার জন্য লড়েছে আর কারা এই পরিস্থিতিতেও ব্যবসা করেছে!
সারা পৃথিবীতে ডাক্তাররা করোনা রোগীদের সেবায় এভাবে নিজেদের কে বিলিয়ে দিচ্ছেন ! সকল ডাক্তারদের প্রতি রইলো শুভকামনা !
Credits: Afsana Rimi