অনলাইন ডেস্ক
কলকাতার লাগোয়া এক উপনগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকায়, যেখানে প্রতিদিন লাখো মানুষের আনাগোনা, সেখানকার একটি কমপ্লেক্সে সম্প্রতি নতুন মুখের উপস্থিতি দেখা যাচ্ছে।
এদের অনেকেই মাত্র এক বছর আগেও ছিলেন বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ বা মধ্যম স্তরের নেতা। কয়েক মাস ধরে তারা নিয়মিত যাতায়াত করছেন এই কমপ্লেক্সে, যেখানে এখন ‘দলীয় দফতর’ খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
এক বছর আগেও ঢাকায় সদর দফতরে যাঁরা ব্যস্ত সময় কাটাতেন, তাঁদের অনেকেরই এখন কার্যক্রম চলছে কলকাতার এই নতুন কেন্দ্র থেকে।
সূত্র : বিবিসি বাংলা
https://shorturl.fm/rz8BC
https://shorturl.fm/gX3kr