নিজস্ব প্রতিবেদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ‘শোকের গ্রাফিতি, এক দফার ডাক’ শিরোনামে কর্মসূচির মাধ্যমে উপাচার্য ড. মাসুদের পদত্যাগ দাবি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে আঁকা গ্রাফিতিতে ফুটে উঠেছে তাদের ক্ষোভ, বেদনা ও প্রতিবাদ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে এই কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীরা অডিটোরিয়ামসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্লোগানসম্বলিত গ্রাফিতি আঁকেন।
গ্রাফিতিতে ব্যবহৃত কিছু স্লোগান ছিল:
এছাড়া, গ্রাফিতিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদও তুলে ধরা হয়।
১৯ ব্যাচের শিক্ষার্থী গালিব রাহাত বলেন, “আমাদের হৃদয়ের যে ক্ষোভ, যে ক্ষরণ, তা আমরা রঙে রঙে প্রকাশ করছি। আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করতে চাই। উনি সবসময় বলেছেন, ছাত্ররাই নিয়োগকর্তা— আমরা তাকে জানাতে চাই যে, আমরা ভালো নেই। আমাদের দুর্দশা আর মানসিক চাপ সহ্য করা যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের এক দফা দাবিতে অনড়। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯৯তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য সকল আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে ১০১তম সিন্ডিকেট সভায় সংঘর্ষের ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। কুয়েট প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই স্থায়ী শাস্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা নতুন করে সরব হয়েছে এবং উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।