জায়েদুল বলেন, শুক্রবার বিকেল থেকে সিয়ামকে পাওয়া যাচ্ছিল না। অনেক জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। শনিবার দুপুরে বাড়ি থেকে ৫০গজ দূরে একটি পাটক্ষেতে পাতা তুলতে গিয়ে স্থানীয় কিশোর আসলাম ও রাসেল তাকে মৃত পড়ে থাকতে দেখে খবর দেয়।
“তার গলায় দাগ রয়েছে। একগুচ্ছ পাটের আঁশ গলায় জড়ানো ছিল।
তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুললেও কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। পুলিশও এ বিষয়ে কিছু বলতে পারেনি।
ফুলবাড়ি থানার ওসি নবিউল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখবে।