অনলাইন ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের আসামিদের আশ্রয় ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভুক্তভোগীদের হয়রানির অভিযোগ উঠেছে।
৩ জুলাই কুমিল্লার মুরাদনগরের কড়াইবাড়ীতে রিক্তা আক্তারের মা, ভাই ও বোনকে কুপিয়ে ও পাথর দিয়ে হত্যা করা হয়। রিক্তার অভিযোগ, মামলার আসামিরা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহর নেতৃত্বে, এবং তারা উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার আশ্রয়ে রয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার না করে বরং ভুক্তভোগী পরিবারকেই হুমকি দিচ্ছে বলে অভিযোগ।
২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর একই উপজেলার আকুবপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিখা রানী অভিযোগ করেন, প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনার কারণে তাকে ৬ ঘণ্টা কক্ষে আটকে রেখে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। শিমুল চেয়ারম্যান ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এতে অংশ নেন। আদালতেও মামলা খারিজ হয়ে যায়।
স্কুলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জানান, বিল্লাল হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনার পর তাকে পুলিশি হয়রানি ও ৩০ লাখ টাকার মুচলেকা দিতে বাধ্য করা হয়
স্থানীয় মৎস্যচাষি দুলাল চন্দ্র অভিযোগ করেন, বিল্লাল হোসেনের লোকজন পুকুর দখল ও গাছ কেটে নিয়েছেন।
বিল্লাল হোসেন দাবি করেছেন, সব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। শিমুল চেয়ারম্যানের সঙ্গে পুরনো একটি ছবি ব্যবহার করে তাকে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, বিএনপি আসিফ মাহমুদের জনপ্রিয়তা নষ্ট করতে এসব প্রচার চালাচ্ছে।
উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply