আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শিশুদের জীবন আরও ঝুঁকির মধ্যে ফেলছে তীব্র অপুষ্টি। শনিবার (২৯ নভেম্বর) ইউনিসেফ জানিয়েছে, পাঁচ বছরের কম বয়সী প্রায় ৯ হাজার ৩০০ শিশু বর্তমানে মারাত্মক অপুষ্টিতে ভুগছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলেছে, গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতিতে উচ্চমাত্রার অপুষ্টি শিশুদের বেঁচে থাকা ও সুস্থতার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। শীতের আগমনে রোগের বিস্তার দ্রুত বাড়ছে, ফলে ঝুঁকিপূর্ণ শিশুদের মধ্যে মৃত্যুর আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত মাসে সংস্থা ও তাদের অংশীদারদের পরিচালিত পুষ্টি পরীক্ষায় ৫ বছরের নিচের প্রায় ৯৩০০ শিশুর তীব্র অপুষ্টি শনাক্ত হয়। সংস্থাটি জানায়, গাজা সীমান্তে বিপুল পরিমাণ শীতকালীন সহায়তা আটকে আছে, যা জরুরি ভিত্তিতে প্রবেশের অনুমতি না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
ইউনিসেফ ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে—মানবিক সহায়তা যেন নিরাপদ, দ্রুত এবং বাধাহীনভাবে গাজায় প্রবেশ করতে পারে।
সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, “গাজায় এখনো হাজার হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। অনেকেরই পর্যাপ্ত আশ্রয়, স্যানিটেশন বা শীতের বিরুদ্ধে সুরক্ষা নেই। ক্ষুধা, অসুস্থতা ও ঠান্ডা তাদের জীবনকে প্রতিনিয়ত হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এই শিশুদের বাঁচানোর জন্য প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান সহিংসতায় বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে। দীর্ঘ দুই বছরের বেশি সময়ের সংঘাতে অঞ্চলটির বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানবিক সংকট চরমে পৌঁছেছে।