অনলাইন ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৬ জন বেসামরিক পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। স্থানীয় প্রশাসন একে সাম্প্রতিক সময়ের সবচেয়ে মর্মান্তিক বেসামরিক হামলা হিসেবে বর্ণনা করেছে।
এনডিটিভি ও পিটিআই-এর খবরে জানা যায়, মঙ্গলবার সকালে পাহালগামের একটি পাহাড়ি তৃণভূমিতে ৪০ জনের একটি পর্যটক দল ঘোড়ায় চড়ে ও পায়ে হেঁটে বেড়াতে গিয়েছিল। সেসময় গাছপালার আড়াল থেকে ভারী অস্ত্রসজ্জিত কয়েকজন সন্ত্রাসী তাদের ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় স্থানীয় দোকানিরা নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও পর্যটকরা বন্দুকধারীদের গুলির মুখে পড়ে প্রাণ হারান। ঘটনাস্থলেই বেশ কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন, “এই হামলার ভয়াবহতা অতীতের যেকোনো হামলার চেয়ে অনেক বেশি। নিহতদের সংখ্যা এখনও নিশ্চিত করা হচ্ছে।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ (পূর্বতন টুইটার) পোস্ট করে বলেন, “এই নৃশংস হামলার দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে— কেউই রেহাই পাবে না।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যে কাশ্মীরে জরুরি নিরাপত্তা বৈঠকে যোগ দিতে রওনা হয়েছেন।
উল্লেখ্য, কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা কমলেও গত বছরের জুনে হিন্দু তীর্থযাত্রীবাহী একটি বাসে হামলায় ৯ জন নিহত হয়। ১৯৮৯ সাল থেকে এ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ ও সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে।