অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতের কর্মকাণ্ডে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা ক্ষতির শিকার হন, তিনি তাদের সবার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কষ্ট পান বা ক্ষতিগ্রস্ত হন—আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দিন।”
তিনি আরও উল্লেখ করেন,
“এই ক্ষমা আমরা একাধিকবার চেয়েছি। গোলাম আযম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। সম্প্রতি এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত হওয়ার পরও আমি একই কথা বলেছি—শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে যদি কারও কোনো ক্ষতি হয়ে থাকে, আমরা তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।”
জামায়াত আমির বলেন,
“আমরা মানুষ, ভুল আমাদের হতেই পারে। ১০০টি সিদ্ধান্তের মধ্যে ৯৯টি সঠিক হলেও একটি বেঠিক হতে পারে। সেই একটিমাত্র ভুল যদি কারও ক্ষতি করে থাকে, তার জন্য মাফ চাওয়া কোনো দুর্বলতা নয়।”
তিনি আরও বলেন,
“এখন মাফ চাইলে অনেকে বলেন, ‘এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে’। আমরা তো বিনা শর্তেই ক্ষমা চেয়েছি, কোনো শর্ত দিইনি। এরপরও কেউ যদি ক্ষমা না করে, সেটা তাদের ব্যাপার।”
নিউ ইয়র্কে আয়োজিত ওই মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জামায়াতের অবস্থান নিয়ে আলোচনা হয়। সেখানে প্রবাসী সাংবাদিকদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতে জনগণের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছে জামায়াতে ইসলামি।