অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জনমত তৈরি এবং প্রচারণার উদ্দেশ্যে সারা দেশে কর্মসূচি বাস্তবায়ন করবে।
৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ, সমাবেশ এবং জনসংযোগের মাধ্যমে কর্মসূচি পরিচালিত হবে।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য আমরা দাবি জানিয়েছি। এটি জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী এবং সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই প্রচারণা যৌথভাবে পরিচালনা করবে। জনগণের মতামত নিয়ে এই ঘোষণাপত্রকে আরও অর্থবহ করা হবে।”
সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “ঘোষণাপত্র নিয়ে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সরকার যেন সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে কাজ শুরু করে। প্রয়োজনে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।”
তিনি জানান, “ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের অধিকারের আন্দোলনকে শক্তিশালী করতে আমরা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েছি।”