নিজস্ব প্রতিবদেক
জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম)কক্সবাজার জেলা শাখা কতৃক নারী নিরাপত্তা ও রাষ্ট্রের ব্যর্থতা শীর্ষক প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।৭সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় কক্সবাজার হোটেল তাজসেবার নিজস্ব কার্যালয়ে জেলা সভাপতি মাষ্টার সেলিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুদ্দিন খালেদ এর সঞ্চালনায় আরম্ভ হয়।বক্তব্য রাখেন জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন এনডিএম উখিয়া উপজেলা সভাপতি জাফর আলম,যুব আন্দোলনের জেলা সভাপতি আবু তৈয়ব,ছাত্র আন্দোলনে নেতা হামিদুর রহমান।এনডিএম এর কক্সবাজার জেলার সাধারন সম্পাদক এডভোকেট সাইফুদ্দিন খালেদ বলেন,বর্তমানে এ দেশে ৫ বছরের শিশু থেকে ৭০বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ নিরাপদ নই।খুন,গুম,ধর্ষণের প্রতিযোগিতা চলছে।দুর্নীতি স্বজনপ্রীতি, টেন্ডারবাজিতে মানুষের জীবন দূর্বিষহ হয়ে উঠেছে।এ সরকার ক্ষমতায় থাকার যোগ্যতা হারিয়েছে।এ অবৈধ সরকার জনগণ আর দেখতে চাই না।সরকারকে ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।জেলা সভাপতি মাষ্টার সেলিম উদ্দিন সভাপতির বক্তব্যে বলেন,মানুষ আজ আওয়ামী র্দূশাসনের যাতাকলে পিসে মরছে।আওয়ামীলীগ টানা ক্ষমতায় থেকে তাদের দলের নেতা নেত্রীরা সম্পদের পাহাড় গড়েছে।আর্থিক পরিবর্তন হয়েছে কিন্তুু চরিত্রের কোন পরিবর্তন আনতে পারেনি।বর্তমান প্রজম্ম আওয়ামীলীগের আসল চেহারা চিনতে পেরেছে।সরকার যদি এদেশে গুম,খুন, ধর্ষণ বন্ধ করতে ব্যর্থ হয় তা হলে এ দেশের সাধারন জনতা আর বসে থাকবে না রাজপথে নেমে আসবে সে দিন আর কাউকে দমিয়ে রাখতে পারবে না।ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রীকে অভিলম্বে পদত্যাগ করে যোগ্য একজনকে দিয়ে দেশের আইন শৃঙ্খলা ফিরে আনুন অন্যতায় পালাবার সুযোগ থাকবেনা।পরে দেশের নির্যাতিত মানুষের জন্য দোয়ার প্রার্থনা করে সভা সমাপ্তি ঘোষনা করেন।