অনলাইন ডেস্ক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় তিন বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের করা আপিলের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে ডা. জুবাইদা রহমানের পক্ষে আইনজীবীরা শুনানি শুরু করেন।
এর আগে গত ১৪ মে আপিল গ্রহণ করে হাইকোর্ট ডা. জুবাইদা রহমানকে জামিন দেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার অর্থদণ্ড স্থগিত করেন। একইসঙ্গে নিম্ন আদালতের মামলার নথিও তলব করা হয়।
সেদিন ডা. জুবাইদা রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। সহকারী ছিলেন আইনজীবী জাকির হোসেন ও মাকসুদ উল্লাহ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকার কাফরুল থানায় তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে দুদক। পরের বছর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
২০২৩ সালের ২ আগস্ট মামলার রায়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান তারেক রহমানকে ৯ বছর এবং ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন। তবে গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে জুবাইদা রহমানের কারাদণ্ড এক বছরের জন্য স্থগিত করে।
সূত্র: বাসস