অনলাইন ডেস্ক
ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতে সরাসরি প্রতিফলিত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখা সম্ভব হয় না। আমি নিজেই দুইবার ডাকসুর ভিপি ছিলাম, ছাত্রদের কাছে জনপ্রিয়ও ছিলাম। কিন্তু আমার রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারেনি।”
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ: সংস্কার বাস্তবায়নের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না আরও বলেন, রাজনীতি একটি দীর্ঘ ও কঠিন সংগ্রামের বিষয়। ছাত্র রাজনীতিতে জয়ের মধ্য দিয়ে জাতীয় নেতৃত্ব গড়ে উঠলেও তা সরাসরি জাতীয় নির্বাচনে প্রতিফলিত হয় না। তিনি উদাহরণ টেনে বলেন, রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে হলে ধৈর্য, বুদ্ধিবৃত্তি ও সাহস প্রয়োজন।
আলোচনায় তিনি বর্তমান প্রজন্মের ক্ষোভ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন। তার মতে, দুর্বৃত্তায়িত রাজনীতি, গেস্টরুম কালচার, চাঁদাবাজি ও দখলদারিত্বের কারণে ছাত্রসমাজ এখন নতুন রাজনীতি চায়।
সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।