অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। শুক্রবার (৮ আগস্ট) প্রকাশিত মোট ৫৯৩ সদস্যের এসব হল কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। এ নিয়ে শাখা ছাত্রদল একটি তদন্ত কমিটিও গঠন করেছে।
বিতর্ক ও অভিযোগের প্রেক্ষিতে, ওই কমিটিতে পদ পাওয়া ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতেই বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।