তৃতীয় শক্তি নয়, প্রথম শক্তি হতে চায় নুরের রাজনৈতিক দল এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) র ভিপি নুরুল হক নুর।
গতকাল জনপ্রিয় ক্যাম্পাস ভিত্তিক নিউজ পোর্টাল স্টুডেন্ট জার্নালের টকশো ‘স্টুডেন্ট ভয়েসে’ উপস্থাপকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন নুর।
এসময় তিনি বলেন, আওয়ামীলীগ বা বিএনপি ফাস্ট কিংবা সেকেন্ড পজিশনে থাকবে সেটা না। অবশ্যই এটা অস্বীকার করার উপায় নাই যে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মানুষের মোহটা আওয়ামীলীগ কিংবা বিএনপি নির্ভর হয়ে যাচ্ছে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা তরুণরা যদি কাজ করি, আমরা যদি মানুষকে বোঝাতে চেষ্টা করি যে আওয়ামীলীগ কিংবা বিএনপির যে ধোঁকাবাজির রাজনীতি, এই রাজনীতির মূখোস যদি খুলে দিতে পারি তাহলে মানুষ অবশ্যই নতুন প্লাটফর্মকে স্বাগত জানাবে। তাই আমরা তৃতীয় শক্তি নয় প্রথম শক্তি হতে চাই যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে। যারা তরুণদের নেতৃত্বে এদেশকে ৪৮ বছরের জঞ্জাল থেকে মুক্ত করবে।