সিলেট প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় এক সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে দৈনিক জাগ্রত সিলেট-এর সম্পাদক শেখ মোর্শেদের বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলার বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ ঘটনায় সাংবাদিক শেখ মোর্শেদের স্ত্রী আয়শা বেগম বৃহস্পতিবার মোগলাবাজার থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহারে তিনি তিনজনকে নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি হিসেবে উল্লেখ করেন।
পুলিশ জানায়, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।