মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেনকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর বাশার হাবিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত বহিষ্কার সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবুল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।