সংবাদ অনলাইন রিপোর্ট
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা এখন দৃশ্যমান। ফ্যাসিবাদী শাসন যাতে আর ফিরে না আসে, সে লক্ষ্যে সব মহলকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে এগিয়ে যেতে হবে।
শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে আয়োজিত এক বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, “সংস্কার কমিশনের দেওয়া বিভিন্ন সুপারিশের কিছু অংশে এনসিপি একমত, আবার কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে। আমরা যেখানে একমত হয়েছি, সেখানে এগিয়ে যাব। মতভিন্নতা যেসব জায়গায় রয়েছে, তা নিয়ে আজ আলোচনা করব এবং প্রয়োজনে ভবিষ্যতেও এই সংলাপ চলবে। আমাদের লক্ষ্য একটাই—জাতির আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় এমন একটি জাতীয় সনদ প্রণয়ন।”
তিনি আরও বলেন, “আপনারা (এনসিপি) ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে তা প্রতিহত করেছেন। এখন আপনারা এমন একটি নতুন রাজনৈতিক কাঠামো প্রত্যাশা করছেন, যা জনগণের মধ্যে রাষ্ট্র সংস্কারের আগ্রহ ও প্রত্যাশাকে আরও তীব্র করেছে।”
গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে আলী রীয়াজ বলেন, “আমাদের কাজ একটি এমন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের কোনো স্থান থাকবে না। ফ্যাসিবাদের আর কোনো জায়গা এই দেশে থাকবে না।”
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এনসিপির ৮ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভা।