বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।২৭ নভেম্বর ২০ বিকাল ৪ টায় আরম্ভ হয়ে রাত সাড়ে ৮টায় শেষ হয়।উক্ত মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুরুস্কুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নব গঠিত ইউনিয়ন কমিটির সভাপতি আমানুল হক আমান। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন নব গঠিত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আবু বক্কর চেয়ারম্যানের সূযোগ্য সন্তান শাহা আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুরুস্কুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি সুবেদার (অবঃ) আবদুল মাবুদ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জিকু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএম খালী ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নুর সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ,চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল,সাধারণ সম্পাদক ছৈয়দুল করিম।ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ,ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিক আহমদ সহ ছাত্রদল,যুবদল,স্বেচ্ছসেবক দলের নেতৃবৃন্দ।খুরুস্কুল ফকির পাড়া মিতালী সংঘের মাঠে বিকাল ৪টার আগে ইউনিয়নের সকল অংগ সংগঠনের নেতা কর্মীরা মিছিল মিছিলে যোগদান করে মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সভায় বক্তারা বলেন আওয়ামীলীগ ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে দেশের তেরোটা বাজাচ্ছেন।দেশে আইনের শাসন বলতে কিছু নেই।আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।যখন আন্দোলনের ডাক আসবে সবাই ঝাপিয়ে পড়বে।হামলা মামলাকে জনগন আর ভয় পায় না।সবাই ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার হাতেগড়া সংগঠনকে এগিয়ে নিয়ে অবৈধ সরকারের পতনে দুর্বার আন্দোলন গড়ে তুলার অনুরোধ জানান।