1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নির্বাচন সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সমাবেশ ও প্রচারণা বন্ধের নির্দেশ

  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। এ লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) যেকোনো ধরনের নির্বাচনী সভা, সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং অফিসারের পূর্ব লিখিত অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কিছু প্রার্থী ও তাদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা কিংবা যুব সমাবেশের নামে ভোটারদের একত্র করে প্রচারণা চালানোর চেষ্টা করছেন। এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই তাদের মাঠ বা হলরুম ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন সমাবেশ বা প্রচারণার ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি না দেয়—এ বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, খুব শিগগিরই মাউশির পক্ষ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা পাঠানো হবে। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করা হবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews