মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল ইসলাম সুয়েব (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে হাজীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সুয়েব মৃত আব্দুল বারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান, সুয়েবের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
https://shorturl.fm/E36aA