অনলাইন ডেস্ক
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে অভিযুক্ত দুই রাজনৈতিক নেতার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে। তাঁর মতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা ব্যর্থ হলে বহু নিরপরাধ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে এবং রাষ্ট্রের মর্যাদাও ক্ষুণ্ণ হবে।
বৃহস্পতিবার অভিযোগপত্রের পক্ষে যুক্তি উপস্থাপনকালে তিনি বলেন, “বিচারে যদি এসব আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত করা না যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন হবে। আমরা যে প্রমাণ উপস্থাপন করেছি, তা সন্দেহাতীত।”
অ্যাটর্নি জেনারেল আরও মন্তব্য করেন, ন্যায়বিচার ব্যাহত হলে জাতি ইতিহাসে ‘ভীরু-কাপুরুষ’ হিসেবে চিহ্নিত হবে।
উল্লেখ্য, মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কিত, যেখানে অভিযোগ অনুযায়ী ব্যাপক হত্যাকাণ্ড ও পঙ্গুত্বের ঘটনা ঘটে। রাষ্ট্রপক্ষের তথ্যমতে, এতে প্রায় ১,৪০০ জন নিহত এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত বা পঙ্গুত্ববরণ করেছেন।
বিচারের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলার তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।
অ্যাটর্নি জেনারেল তাঁর বক্তব্যে আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানদেরও সর্বোচ্চ শাস্তি কার্যকর হয়েছে। “এখানে যে হত্যাকাণ্ড ঘটেছে তা গণহত্যার সদৃশ; প্রমাণ-পর্দায় তা স্পষ্ট—তাই সাজা ছাড়া বিকল্প নেই,” ।