1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপিকে হাসনাতের ইঙ্গিত: কাবিনে স্বাক্ষর করেছেন, সংসারও করতে হবে কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা জুলাই সনদে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান অন্তর্ভুক্ত হয়নি, বিএনপির ক্ষোভ সংঘর্ষের রাজনীতি করলে আবার হাসিনার আমলে ফেরত যেতে হবে দুর্লভপুর ইউনাইটেড ক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা – ২০২৫-২০২৭ আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি শিশুকে চড়, বাবাকে গ্রেফতার: জেনেভা ক্যাম্পের ঘটনায় তদন্ত শুরু পারমাণবিক শক্তিতে চীন কীভাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলছে রংপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা

ন্যায়বিচার নিশ্চিত না হলে আরও নিরপরাধ প্রাণহানি ঘটবে: অ্যাটর্নি জেনারেল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে অভিযুক্ত দুই রাজনৈতিক নেতার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে। তাঁর মতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা ব্যর্থ হলে বহু নিরপরাধ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে এবং রাষ্ট্রের মর্যাদাও ক্ষুণ্ণ হবে।

বৃহস্পতিবার অভিযোগপত্রের পক্ষে যুক্তি উপস্থাপনকালে তিনি বলেন, “বিচারে যদি এসব আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত করা না যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন হবে। আমরা যে প্রমাণ উপস্থাপন করেছি, তা সন্দেহাতীত।”

অ্যাটর্নি জেনারেল আরও মন্তব্য করেন, ন্যায়বিচার ব্যাহত হলে জাতি ইতিহাসে ‘ভীরু-কাপুরুষ’ হিসেবে চিহ্নিত হবে।

উল্লেখ্য, মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কিত, যেখানে অভিযোগ অনুযায়ী ব্যাপক হত্যাকাণ্ড ও পঙ্গুত্বের ঘটনা ঘটে। রাষ্ট্রপক্ষের তথ্যমতে, এতে প্রায় ১,৪০০ জন নিহত এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত বা পঙ্গুত্ববরণ করেছেন।

বিচারের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলার তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

অ্যাটর্নি জেনারেল তাঁর বক্তব্যে আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানদেরও সর্বোচ্চ শাস্তি কার্যকর হয়েছে। “এখানে যে হত্যাকাণ্ড ঘটেছে তা গণহত্যার সদৃশ; প্রমাণ-পর্দায় তা স্পষ্ট—তাই সাজা ছাড়া বিকল্প নেই,” ।

Share this Post in Your Social Media

Comments are closed.

এই ধরনের আরও খবর
Copyright © 2025, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Weekly Desher Chitra developed by LogoMyface