দেশের চিত্র ডেস্ক
ইসলামের ফরজ বিধান ‘পর্দা’ ও নারীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিনের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
রবিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা বলেন, পর্দা কেবল একটি কাপড় নয়—এটি মুসলিম নারীর ধর্মীয় অধিকার ও আবেগের প্রতীক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য ও কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হুমাইরা বলেন, “আমরা ৯৪ শতাংশ মুসলিমের দেশে বাস করি। এখানে পর্দাকে নিয়ে কটূক্তি কোনো ভালো মানুষ করতে পারে না। ৫ আগস্টের পরেও কেন আমাদের এরূপ মন্তব্য শুনতে হবে?”
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তিশা বলেন, “পর্দা আমাদের অধিকার। এ নিয়ে কটূক্তি করা স্বাভাবিক মানসিকতার পরিচয় নয়।”
দর্শন বিভাগের শিক্ষার্থী বুশরা বলেন, “তার মন্তব্যের মাধ্যমে সব মুসলিম নারীকে অসম্মান করা হয়েছে। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, “এটি শুধু মুসলিম নারীকেই নয়, মূলত সব নারীকে অপমান করা হয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি— ভবিষ্যতে যেন কেউ পর্দা করে চলা নারীদের নিয়ে কটূক্তি করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়।”
এর আগে, শনিবার (৯ আগস্ট) শামসুল আরেফিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শাখা ইসলামী ছাত্রী সংস্থার সদস্যদের সাক্ষাতের একটি ছবি ব্যঙ্গাত্মক ও কুরুচিপূর্ণভাবে শেয়ার দেন। একই পোস্টের মন্তব্যে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ ও আপত্তিকর মন্তব্যও করেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
Leave a Reply