আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াট জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।
শনিবার এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (আইবিও) এ অভিযান চালানো হয়। এতে ‘ফিতনা আল খারিজ’ নামের একটি গোষ্ঠীর উপস্থিতির খবর পাওয়া গেলে সেনারা টার্গেট করে অভিযান চালায়।
আইএসপিআর জানায়, অভিযানে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতরা অতীতে একাধিকবার নিরাপত্তা বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলায় জড়িত ছিল।
সংস্থাটি আরও জানায়, অভিযান-পরবর্তী এলাকায় এখনো তল্লাশি চলছে, যাতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করা যায়। ভারত-সমর্থিত সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি লাক্কি মারওয়াটে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
সূত্র: ডন