আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের সীমানা ঘেঁষা উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলায় জঙ্গিদের বিরুদ্ধে “টার্গেটেড অপারেশন” চালু করেছে। এই অভিযানের কারণে কয়েক দশ হাজার বাসিন্দা নিরাপদ এলাকায় পালিয়ে গেছে বলে কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন।
বাজাউরে (পূর্বে পাকিস্তানি তালেবানের ঘাঁটি) অভিযান শুরুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে সরকারি প্রশাসক সাঈদ উল্লাহ জানিয়েছেন, এটি কোনো বৃহৎ আকারের অভিযান নয়—শুধু বিদ্রোহীদের আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যাতে বেসামরিক হতাহতের ঘটনা এড়ানো যায়।
অন্য এক সরকারি প্রশাসক শাহিদ আলী জানান, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বেড়ে প্রায় ১ লাখে পৌঁছেছে।
বাসিন্দারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী হেলিকপ্টারের সহায়তায় আফগান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান জুলফিকার হামিদ বলেছেন, অভিযান চলছে।
পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগান তালেবানের থেকে আলাদা হলেও তারা ঘনিষ্ঠ মিত্র। আফগান তালেবান ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে, যখন মার্কিন ও ন্যাটো বাহিনী দেশ থেকে ২০ বছরের যুদ্ধ শেষে চূড়ান্তভাবে সরে যাচ্ছিল।