1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় বরখাস্ত ৬ সিক্রেট সার্ভিস এজেন্ট নির্বাচন পেছাতে নয়, প্যাকেজ আকারে সমাধান চাই: এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ দেশে অর্থনীতির করুণ অবস্থা চলছে : রুহুল কবির রিজভী স্কুলছাত্রী আনজুমকে ধর্ষণ ও হত্যা: মৌলভীবাজারে বিক্ষোভ ও মানববন্ধন কাতারে ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার পরামর্শ ওসমান পরিবারের ১২৬ কোটি টাকা ফাঁকির অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ খামেনির চিঠি পুতিনের কাছে: রাশিয়ার আরও সহায়তা চায় ইরান ড. ইউনূসকে বাংলাদেশের জনগণ দীর্ঘমেয়াদে দেখতে চায় ইসরায়েলের হামলায় নিহত ইরানের জেনারেল ও পরমাণু বিজ্ঞানীরা: যাদের হারালো তেহরান ইসরায়েলে যে ধরনের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান

পাবনায় করোনা টেষ্ট ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন।

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০

চিকিৎসা সুযোগ নয় নাগরিকের অধিকার, সকল রোগিদের সু চিকিৎসা ও পাবনায় টেষ্ট ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করেন পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর অঙ্গ সংগঠন ইসলামি যুব আন্দোলন,পাবনা জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসা সুযোগ নয়, বরং চিকিৎসা হলো নাগরিকের মৌলিক অধিকার,নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা হলো অন্যতম অধিকার। সুতরাং আমরা অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রিকায় ও টিভি চ্যানেলগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি যে পাবনা সহ দেশের বিভিন্ন যায়গায় রোগিরা সু চিকিৎসা পাচ্ছেন না, রোগিরা সরকারি বা বেসরকারি বিভিন্ন হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে রাস্তা ঘাটে বা হাসপাতালের সামনেই মৃত্যুবরন করছে।

বর্তমানে এই কঠিন পরিস্থিতিতে সাধারন রোগিদের সাথে ডাক্তারদের এমন ঘৃনিত আচরন মেনে নেয়া যায়না। যেই জনগণের টাকায় ডাক্তারদের বেতন দেওয়া হয় সেই জনগণের সাথে ডাক্তারদের এমন অমানবিক আচরন মানবাধিকার লঙ্ঘন করছে।

আবার আমরা দেখতে পাচ্ছি, করোনা রোগিদের টেষ্টিং এর রিপোর্ট আসতে ৭ দিন থেকে ১০ পর্যন্ত সময় লেগে যাচ্ছে যেটা রোগির সংঙ্গে তামাশা ব্যাতিত আর কিছুই নয়।

অতএব, আমরা এই মানববন্ধন থেকে হুশিয়ারি দিয়ে বলতে চাই এ সকল তামাশা বন্ধ করে অনতিবিলম্বে দুদিনের মধ্যে করোনা টেষ্ট এর রিপোর্ট যেন রোগিরা হাতে পায় সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন পাবনায় করোনা রোগির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই করোনা আক্রান্ত রোগিদের টেষ্ট করানোর জন্য পাবনাতে অতি তারাতারি টেষ্ট ল্যাব স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,

প্রধান অতিথিঃ অধ্যাপক আরিফ বিল্লাহ। (সাবেক এম.পি প্রার্থী পাবনা ৫ আসন।)

বিশেষ অতিথিঃ আলহাজ আবুল হুসাইন (ছদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি,পাবনা জেলা শাখা।)

বিশেষ অতিথিঃ মুহাম্মদ ওমর ফারুক (সভাপতিঃ ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, পাবনা জেলা শাখা।)

মানববন্ধনে সভাপতিত্ব করেনঃ মাওলানা আবু বকর ছিদ্দিক (সভাপতিঃ ইসলামি যুব আন্দোলন, পাবনা জেলা শাখা।)

ঢাকা হেল্পলাইন/ মাসুম বিল্লাহ

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Weekly Desher Chitra developed by LogoMyface