আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই পোল্যান্ডে ড্রোন হামলা চালিয়েছে।
বুধবার একাধিক রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটল। নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে চারটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।
জেলেনস্কির ভাষ্যে, ড্রোনগুলো শুধু ইউক্রেন নয়, বরং পোল্যান্ডকেও লক্ষ্যবস্তু করেছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, অন্তত দু’ ডজন রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে থাকতে পারে। বিষয়টি যাচাইয়ের কাজ চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, বুধবার অন্তত ১৯ বার আকাশসীমা লঙ্ঘন হয়েছে এবং তিনটি রুশ ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় পোল্যান্ড ও ন্যাটোর বিমানবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে। টাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পোল্যান্ডের আকাশসীমা বারবার লঙ্ঘনের প্রেক্ষিতে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি