মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দিন (৩৫) চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত রোববার (১৩ জুলাই) সকালে মৌলভীবাজার ২নং আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। মামলাটি করেছেন ফ্রান্স প্রবাসী তরুণ শিল্প উদ্যোক্তা মো. হাফিজুর রহমান।
অভিযোগ অনুযায়ী, শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় ফার্ম স্থাপনের সময় জসিম উদ্দিন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ফার্ম ভেঙে দেওয়ার হুমকি দেন। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে প্রবাসী উদ্যোক্তা আদালতে মামলা করেন।
পিবিআই-এর দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দাখিল করা হয়। জানা গেছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে সিআর মামলা নং-৩৬৯/২৪ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং-৩২০/২৪ সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কঠোর নজরদারি ও দ্রুত বিচার নিশ্চিত হলে এ ধরনের অপরাধ কমে আসবে।
https://shorturl.fm/MFG1d