অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও আইনজীবী ফজলুর রহমান নিজের প্রাণনাশের শঙ্কা প্রকাশ করে নিরাপত্তা চেয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলুর রহমান বলেন, “আমার বক্তব্যে কেউ ক্ষুব্ধ হলে আইনগত ব্যবস্থা নিক। মামলা করতে পারে, আমাকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু আমাকে হত্যার জন্য বাসায় মব জড়ো করা গ্রহণযোগ্য নয়।”
তিনি আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, “গত এক বছর ধরে বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় ‘মব জাস্টিস’। সেটিই এখন আমার ওপর প্রয়োগ করা হতে পারে কি-না, আমি দেশবাসীকে প্রশ্ন করতে চাই।”
একই সময়ে ঢাকার সেগুনবাগিচায় তার ভাড়া বাসার সামনে দশ-বারো জন ব্যক্তি বিক্ষোভ করেন। ফজলুর রহমান জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার এবং আমার পরিবারের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন।”
পরিবারের সদস্যরা খবর দিলে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিকেল পর্যন্ত সেখানে অবস্থান করেন।
এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নিন্দা জানিয়ে বলেন, “ফজলুর রহমানকে ইতিমধ্যেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর দল তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে তাকে ঘিরে এ ধরনের পরিস্থিতি মোটেও কাম্য নয়।”