অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন অনলাইন সংবাদকর্মীকে আটক রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন—জাগে নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ, নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাপার্সন আব্দুল্লাহ মামুন এবং আয়াজ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক নারীর জমি দখলের অভিযোগে তথ্য সংগ্রহে ওই এলাকায় যান সাংবাদিকরা। ওই নারী এ বিষয়ে ফতুল্লা থানায় একাধিকবার সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ঘটনাস্থলে অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির সময় কথিত বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ও তার সহযোগীরা অতর্কিতে সাংবাদিকদের ওপর হামলা চালান।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, হামলাকারীরা তাদের টেনে-হিঁচড়ে একটি রুমে আটকে লাঠিসোটা ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং তাদের নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “সাংবাদিকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাহাদাৎ হোসেনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”
এই ঘটনায় সাংবাদিক সমাজে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিক নেতারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।