দেশের চিত্র ডেস্ক
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আছিম উদ্দীন (৪৫) ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
রোববার রাতে ডিমলা থানা পুলিশ রহমানগঞ্জ বাজারে তার নিজস্ব ফার্মেসি থেকে তাকে আটক করে।
জানা যায়, দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সংক্রান্ত একটি সংবাদে মন্তব্য করতে গিয়ে আছিম উদ্দীন ইসলাম ধর্ম ও মুসলমানদের উদ্দেশে কটূক্তিমূলক মন্তব্য করেন। ওই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়। এরপর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
আছিম উদ্দীন ডিমলার পশ্চিম খড়িবাড়ি গ্রামের মৃত অহির উদ্দীনের ছেলে। পেশায় তিনি ফার্মেসি ব্যবসায়ী। নীলফামারী জেলা বিএনপির অধীনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সব কমিটি বর্তমানে বিলুপ্ত।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম বলেন,
“আছিম উদ্দীনকে অযথা হয়রানি করা হচ্ছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। জামিনের চেষ্টা করেও পাচ্ছি না। দল থেকেও কোনো সাহায্য মিলছে না।”
ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা আছিম উদ্দীনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
ডিমলা থানার ওসি শওকত আলী সরকার জানান,
“আটক আছিম উদ্দীনকে আজ নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।”
সূত্র : আমার দেশ