অনলাইন ডেস্ক
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের বৈধতা ও আইনগত মর্যাদা’ শীর্ষক এক আলোচনা সভায় ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, “ফ্যাসিস্টদের শেষ পরিণতি হয় মৃত্যু বা পলায়ন, আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও এই বাস্তবতা দেখা দিচ্ছে।”
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সংবিধানের অতীত কাঠামো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট রূপে প্রতিষ্ঠা করেছিল। তবে সাম্প্রতিক সংসদীয় সংস্কারে প্রধানমন্ত্রী পদে দশ বছরের সীমা নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ।”
তিনি আরও বলেন, “যখন কেউ আমৃত্যু ক্ষমতায় থাকার ইচ্ছায় গ্রাসিত হন, তখনই তিনি ফ্যাসিবাদের পথে হাঁটেন। ইতিহাস বলছে, এ ধরনের শাসকদের শেষ পরিণতি সুখকর হয় না।”
নির্বাচন নিয়ে সরকারের ঘোষিত সময়সীমা সম্পর্কে সতর্ক করে মাহমুদুর রহমান বলেন, “এই সময়সীমা অতিক্রম করলে পরিণতি ভালো হবে না। দিল্লি থেকে নানা ষড়যন্ত্র চলছে—তাই সবাইকে সজাগ থাকতে হবে।”
ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “যদি দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাইরের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেও আন্তরিক হতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিচারপতি এ এফ এম আব্দুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান এ ছিদ্দিক, ব্যারিস্টার আক্কাস আলী চৌধুরী, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, অ্যাডভোকেট ড. আশরাফুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন।
Leave a Reply