আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবারের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যিনি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি। তার ছেলে কাসিম খান বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক্সে (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছেন, ৮৪৫ দিন ধরে তার বাবা কারাগারে রয়েছেন এবং গত ছয় সপ্তাহ ধরে তাকে একা ডেথ সেলে রাখা হয়েছে।
কাসিম দাবি করেছেন, আদালতের স্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও খানের বোনদের সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছে। তিনি লিখেছেন, “কোনো ফোন কল নেই, কোনো সাক্ষাৎ নেই, বাবার সুস্থতার কোনো তথ্যও নেই। আমরা তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না।”
তিনি আরও বলেন, “এই অমানবিক বিচ্ছিন্নতা কোনো নিরাপত্তা প্রটোকল নয়। এটি ইচ্ছাকৃতভাবে আমাদের পরিবারের সঙ্গে গোপন রাখা হচ্ছে। এই পরিস্থিতির আইনগত, নৈতিক ও আন্তর্জাতিক দায় পাকিস্তান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তাবে।”
কাসিম আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন, ইমরান খানের জীবিত থাকার নিশ্চয়তা প্রদান, আদালতের আদেশ অনুযায়ী সাক্ষাৎ নিশ্চিত করা এবং রাজনৈতিক কারণে বন্দি নেতার মুক্তি দাবি করা হোক।
ইমরান খানের বোন নোরিন নিয়াজি ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে জানান, চার সপ্তাহ ধরে কারাগারে কোনো সাক্ষাৎ বা তথ্য দেওয়া হচ্ছে না। তিনি অভিযোগ করেন, “পাকিস্তানি প্রতিষ্ঠানগুলো ইমরান খানপন্থিদের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে, নারী ও শিশুদের সুরক্ষা ব্যাহত হচ্ছে।”
এদিকে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহাইল আফ্রিদি বৃহস্পতিবার ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির খোঁজ নিতে আদিয়ালা কারাগারে যান। এ সময় পিটিআই নেতারা ও সমর্থকরা কারাগারের বাইরে বিক্ষোভ করেন। ইমরান খানের আরেক বোন আলেমা খান কারাগারে যেতে পারলেও প্রবেশাধিক্য পাননি। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান খানের সুস্থতা বজায় রয়েছে এবং তিনি আদিয়ালা কারাগারেই আছেন।