নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পার্টি অফিস হিসেবে ভাড়া দেওয়া দোকানের বকেয়া ভাড়া চাইতে গিয়ে মো. জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামে এক দোকান মালিক পিটুনিতে নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
গত বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই ইউনিয়নের মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।
নিহতের ছেলে রাসেল জানান, সকালে তার বাবা বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ কয়েকজন তাকে পার্টি অফিসে ডেকে নিয়ে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে দোকানটি বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এটি দলটির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের অফিস হিসেবে পরিচিত।
বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয় যখন তোতা মেম্বার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়ে বলেন, “বিএনপির অফিসের কীসের ভাড়া?” কথা-কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর তাকে ধাক্কা দিলে উপস্থিত লোকজন জাহাঙ্গীরকে পিটিয়ে গুরুতর জখম করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, দোকান ভাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদের একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হয়ে পরবর্তীতে মারা যান। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply