1. info220@noreply0.com : anyamoorhouse1 :
  2. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লিসবনে পর্তুগাল বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের দাবি ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের জয় পোল্যান্ডে রুশ ড্রোন হামলা ‘ইচ্ছাকৃত’, অভিযোগ জেলেনস্কির সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা হাটহাজারীতে মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে সুন্নিদের সংঘর্ষে আহত ২০০, পৌর এলাকায় ১৪৪ ধারা জারি একটিমাত্র ভুলে প্রিয় চা হয়ে উঠতে পারে বিষ! সিরাতুন্নবী (সা.): মানবতার চিরন্তন আদর্শ বাংলাদেশ ব্যাংকের নতুন ড্রেস কোড: জিন্স-গ্যাবাডিন নয়, নিষিদ্ধ শর্ট স্লিভ ও লেগিংস জার্মানির এসেনে শিক্ষককে ছুরিকাঘাত: গ্রেপ্তারের সময় ১৭ বছরের সন্দেহভাজন গুলিবিদ্ধ

বিএনপি- র হাতে বাংলাদেশ কি নিরাপদ?

  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

২০২৪-২০২৫ সালের সহিংসতা ও অপরাধের এক পর্যালোচনা

দেশের চিত্র প্রতিবেদন

বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র—যার জন্ম হয়েছে লাখো প্রাণের বিনিময়ে, অসংখ্য ত্যাগ ও রক্তের স্রোতে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশের মূল চেতনা ছিল গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, মানবিক মর্যাদা ও অর্থনৈতিক অগ্রগতি। কিন্তু স্বাধীনতার পর থেকে রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা, ক্ষমতার জন্য হিংসা-বিদ্বেষ, এবং বৈদেশিক শক্তির প্রভাবের কারণে বহুবারই দেশ তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। এর মধ্যে একটি বড় উদাহরণ হলো বিএনপি-র রাজনীতি, যার অতীত এবং বর্তমান কর্মকাণ্ডই প্রমাণ করে—এ দলের হাতে রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নের ভবিষ্যৎ গভীর অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে।

অতীত থেকে বর্তমান: সহিংসতা ও উগ্রবাদের ধারাবাহিকতা

BNP-এর অতীত শাসনামলে বারবার এমন শক্তির সঙ্গে হাত মিলিয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।

  • ২০০১ সালের নির্বাচন-পরবর্তী: হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতন আন্তর্জাতিক মহলেও সমালোচিত হয়।
  • ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা: তৎকালীন সরকারের নিষ্ক্রিয়তা ও বিচার ব্যাহত করার চেষ্টা রাজনৈতিক নৈতিকতার বড় প্রশ্ন তোলে।
  • ২০০৫ সালের ১৭ আগস্ট: দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য এক ভয়াবহ সতর্ক সংকেত। তৎকালীন সরকার জঙ্গিদের রক্ষা করেছে বলে অভিযোগ উঠে।

দুর্নীতি, প্রশাসনিক পক্ষপাত ও রাজনৈতিক প্রতিপক্ষ দমন ছিল বিএনপি-শাসনের আরেক বৈশিষ্ট্য। Transparency International একাধিকবার তাদের শাসনামলে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে দেখিয়েছে।

২০২৪–২০২৫: সাম্প্রতিক সহিংসতার চিত্র

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর সহিংস কার্যকলাপ নতুন মাত্রা পায়। আন্দোলনের নামে সহিংসতা, দখল, চাঁদাবাজি, এমনকি খুনের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ বারবার সংবাদমাধ্যমে এসেছে।

৪ আগস্ট ২০২৪, সিরাজগঞ্জ — এনায়েতপুর পুলিশ স্টেশনে সশস্ত্র হামলা

  • ১৫ জন পুলিশ সদস্য নিহত হন, যাদের অনেকেই তখন আত্মসমর্পণের চেষ্টা করছিলেন বা আশ্রয় নিচ্ছিলেন।
    • স্থানীয় বিএনপি নেতা প্রকাশ্যে স্বীকার করেন, এটি ছিল “রাষ্ট্রের মেরুদণ্ড ভাঙার” অংশ।

অক্টোবর ২০২৪, ঢাকা উত্তর — মোহাখালী বাস টার্মিনাল ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি

  • BNP-র দুই নেতা লক্ষাধিক টাকা দৈনিক হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত।
    • অবৈধ ফি আদায়, স্থানীয় মসজিদ ও ব্যবসায় নিয়ন্ত্রণ—রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের স্পষ্ট উদাহরণ।

৯ জুলাই ২০২৫, মিটফোর্ড হাসপাতাল, ঢাকা — ব্যবসায়ী ‘সোহাগ’ হত্যা

  • ভিডিও ফুটেজে দেখা যায়, তাকে কংক্রিট পাথর দিয়ে আঘাতের পর নিচে ফেলে হত্যা করা হয়।
    • তদন্তে জুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কর্মীদের সম্পৃক্ততা পাওয়া যায়।

রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যান

  • আগস্ট ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ৪৪৫টি ঘটনা, ১২০ জন নিহত, ,৮৯২ জন আহত
  • নিহতদের মধ্যে ৭৪ জন (৬১%) বিএনপি-সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রাণ হারান।
  • হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি—সব ক্ষেত্রেই পূর্ববর্তী বছরের তুলনায় সংখ্যা বেড়েছে।

প্রভাব ও বিশ্লেষণ

রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন

  1. পুলিশ স্টেশন আক্রমণ, সমন্বিত বোমা হামলা, প্রকাশ্য খুন—এসব রাষ্ট্রের আইন-শৃঙ্খলা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত।

অর্থনৈতিক ক্ষতি

  1. পরিবহন ও ব্যবসা কেন্দ্র দখল, অবৈধ অর্থ আদায় বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করে।
  2. সহিংসতায় বাণিজ্য ও পণ্য পরিবহন ব্যাহত হয়ে ক্ষতিগ্রস্ত হয় অর্থনীতি।

সামাজিক অস্থিরতা

  1. সাধারণ মানুষ ভয়ের মধ্যে বসবাস করে, কারণ রাজনৈতিক সহিংসতা ক্রমেই ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছে।

বিএনপি-র অতীত ও সাম্প্রতিক কর্মকাণ্ড প্রমাণ করে, এ দলের হাতে রাষ্ট্রের নিরাপত্তা, গণতন্ত্র এবং উন্নয়ন—সবই ঝুঁকির মুখে পড়তে বাধ্য। রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা ও সহিংসতা প্রতিরোধে প্রয়োজন একটি দায়িত্বশীল, প্রমাণ-নির্ভর রাজনৈতিক সংস্কৃতি, যা সহিংসতা নয়—গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেবে।

Share this Post in Your Social Media

2 responses to “বিএনপি- র হাতে বাংলাদেশ কি নিরাপদ?”

Leave a Reply

Your email address will not be published.

এই ধরনের আরও খবর
Copyright © 2025, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Weekly Desher Chitra developed by LogoMyface