অনলাইন ডেস্ক
ভারত অবৈধ বাংলাদেশি ফেরত পাঠাতে আগ্রহী হলে প্রক্রিয়াটি শুরু করা উচিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর মাধ্যমে—এমন মন্তব্য করেছেন হায়দরাবাদ থেকে নির্বাচিত লোকসভার সদস্য আসাদউদ্দিন ওইসি।
ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে ওইসি বলেন, “ভারত সরকার যদি সত্যিই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে চায়, তবে শেখ হাসিনাকে দিয়ে শুরু করা হোক। কেন আমরা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি? তিনি তো বাংলাদেশি নাগরিক। তাকে ফেরত পাঠানো হোক।”
ওইসি অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং নানা মন্তব্য ও পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি জটিল করছেন। তার দাবি, “ভারতের মদদে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীরা এখানে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে। অথচ সাধারণ বাংলাভাষী দরিদ্র মানুষদের যাচাই-বাছাই ছাড়াই বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে সীমান্তে পাঠানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে সংঘটিত জনপ্রিয় অভ্যুত্থানকে মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা ভারতের জন্য ভবিষ্যতে গুরুত্বপূর্ণ। ভারত মৌখিকভাবে বাংলাদেশবিরোধী তৎপরতা বন্ধের আহ্বান জানালেও কার্যকর পদক্ষেপ নেয়নি।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের মাটিতে পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীদের কার্যালয় স্থাপন ও বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড দেশটির জনগণ ও রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।