নিজস্ব প্রতিবেদক
রামুতে মারছা-প্রাইভেট কার মুখোমুখী সংঘর্ষ,আহত ৩ জন ।অদ্য ২৬ নভেম্বর বৃহঃস্পতিবার সকাল ১১ টায় চট্রগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের রামু উপলোর জোয়ারিয়া নালায় নির্মিতব্য বিকেএসপির সামনে এ সংঘর্ষ হয়।কক্সবাজার গামী মারছা পরিবহনের একটি গাড়ির(চট্রমেট্রো-ব-১১-১২৭৩)সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের(চট্টমেটো-ক-১১-০৫৮৯) মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা ৩ জন যাত্রী আহত হয়।প্রাইভেট কারের সামনের অংশ দু -মুছড়ে যায়। । স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে তুলাতলি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ফয়েজ আহমদ ঘটনাস্থলে এসে গাড়ি দুইটি তুলাতলি হাইওয়ের পুলিশের হেফাজতে নিয়ে যায়।স্থানীয়রা জানান, মারছা গাড়ি এ রোড়ে বেপরোয়া গাড়ি চালায়।প্রায় সময় মারছা গাড়ি এ ধরনের দূর্ঘটনা ঘটায়।বাসটার্মিনাল এলাকার নুর আহম্মদ জানান, মারছা গাড়ির এ বদনামের কারনে যাত্রীরা এ গাড়িতে ভ্রমন করতে চাই না।আগের তুলনায় তাদের যাত্রীসেবার মান অনেক কমে গেছে।