মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে শাহ ফয়েজুল রহমান রুবেল নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে মাত্র ১১শ’ টাকার জন্য। এ ঘটনায় জুয়েল মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
পুলিশ জানায়, জুয়েল মিয়া স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। চাকরি হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে তিনি ছিনতাইয়ে নামেন। একাধিক প্রতিষ্ঠানে চেষ্টা করেও সাহস পাননি। পরবর্তীতে গত ৭ আগস্ট শমসেরনগর রোডের ‘সদাইপাতি’ নামের হার্ডওয়্যার দোকানে ব্যবসায়ী রুবেলকে একা পেয়ে তিনি ছিনতাইয়ের পরিকল্পনা করেন।
রঙ কেনার অজুহাতে দোকানে ঢুকে প্রথমে কথা বলেন রুবেলের সঙ্গে। পরে সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে ছুরিকাঘাত করেন। চিৎকার করলে তাকে একাধিক আঘাত করে হত্যা করেন। এরপর ক্যাশ থেকে মাত্র ১১০০ টাকা নিয়ে পালিয়ে যান।
পুলিশ সুপার বলেন, “তদন্তে হত্যার রহস্য উন্মোচন হয়েছে। অভিযুক্ত জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”