ডেক্স নিউজ
করোনা সংক্রমণ ঠেকানোর পাশাপাশি বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাস্ক ও চকলেট বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। শনিবার ছয়টি থানার বিট অফিসারদের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এই সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মাস্ক ও চকলেট বিতরণ করেন।মাস্ক বিতরণের বিষয়ে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া কালের কণ্ঠকে বলেন, পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী পাঁচলাইশ থানা এলাকার বিট পুলিশিংয়ের মাধ্যমে মাস্ক ও চকলেট বিতরণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য, বিট পুলিশিংকে আরো জনপ্রিয় করে তোলা। মানুষকে থানামুখী করা।একই বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সাধারণ মানুষেদের অনেকেই থানায় আসতে ভয় পান, ভয় কাটানোর পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার অংশ হিসেবে মাস্ক ও চকলেট বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ঘরে ঘরে মাস্ক বিতরণের পাশাপাশি বিট অফিসারকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় সড়কে থাকা ভ্যান ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়।