দেশের চিত্র ডেস্ক
রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে চার্জশিট দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক। আদালত চার্জশিট গ্রহণ করে পেনাল কোডের ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর এক জুম মিটিংয়ে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে। পরে ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারায় অনুমোদন নিয়ে তদন্ত সম্পন্ন হয়। তদন্ত শেষে আসামির সংখ্যা বাড়িয়ে ২৮৬ জন করা হয় এবং তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
https://shorturl.fm/IKHrv