অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেছেন, দেশে ইতিহাসের ওপর মব আক্রমণ চলছে। কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ব্যক্তির ভাস্কর্য, যেমন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংস সমাবেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন, কিন্তু তদন্ত প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির ওপর হঠাৎ আক্রমণ চালানোর ঘটনা বেড়েছে। সংখ্যালঘু, আদিবাসী ও ভিন্নমতাবলম্বীদের ওপরও আক্রমণ হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে।
তার মতে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে অনেককে প্রকাশ্যে লাঞ্ছিত করা হচ্ছে, মারধর ও গালাগাল করা হচ্ছে। অথচ এসব ঘটনায় পুলিশের সক্রিয় ভূমিকা দেখা যায়নি, আদালত থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি। রাষ্ট্রীয় নীরবতা মব সন্ত্রাসকে উসকে দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
গত বছরের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলার ঘটনা উল্লেখ করে সারা হোসেন বলেন, “সেদিন সবচেয়ে বড় মব আমরা দেখেছিলাম। সামাজিক মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশিরা উসকানি দিয়েছিলেন। সেখানে একটি বুলডোজার আনা হয়েছিল—কেন আনা হলো, কে অনুমতি দিল, কেন থামানো হলো না—এসব প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে।”
তিনি আরও বলেন, “৩২ নম্বরের বাড়ি ভাঙা নিঃসন্দেহে অপরাধ। জায়গাটি আমাদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। আপনি ইতিহাসকে পছন্দ করেন কি না, সেটি আলাদা বিষয়। কিন্তু মবের মাধ্যমে ইতিহাস আক্রমণের শিকার হচ্ছে।”