মৌলভীবাজার প্রতিনিধি
শিক্ষকদের হেনস্তা ও প্রকাশ্যে ‘বেয়াদব’ বলে গালি দেওয়ার জঘন্য ঘটনার দায়ে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্সকে দলীয় পদ থেকে স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কঠোর সিদ্ধান্ত জানানো হয়।
গত ১৭ আগস্ট মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে চলমান উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় মতিন বক্স ও তার অনুসারীরা শিক্ষকদের প্রবেশে বাধা দেন। শুধু তাই নয়, তিনি শিক্ষকদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় ‘বেয়াদব’ বলে গালি দেন এবং ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেন।
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী ও শিক্ষকরা ২০ আগস্ট মানববন্ধন করেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন।
কেন্দ্রীয় বিএনপি বলছে, মতিন বক্সের এই আচরণ দলীয় শৃঙ্খলা ও নীতির পরিপন্থী। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “আপনার বিরুদ্ধে অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে। সুতরাং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হলো।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেন, “যত শক্তিশালীই হোক, দলের স্বার্থবিরোধী কাজ করলে ছাড় নেই। শিক্ষকদের অপমানের মতো ন্যক্কারজনক ঘটনার দায় বিএনপি কখনো নেবে না।”
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ মো. শেরউজ্জামান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ আনিসুর রহমান বলেন, কেন্দ্রীয় বিএনপির এই সিদ্ধান্তে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর কেউ যেন এভাবে শিক্ষকদের অসম্মান করার দুঃসাহস না দেখায়।