#করোনাভাইরাস সংক্রমণ রোধে বাইরে চলাচলের ক্ষেত্রে মাস্ক পরা আইননুযায়ী বাধ্যতামূলক। তাই নিরাপদ থাকতে সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করুনঃ
? মাস্ক দিয়ে নাক ও মুখ ঢাকার সময় নিশ্চিত করুন মুখ এবং মাস্কের মাঝে যেন কোন ফাঁকাস্থান না থাকে।
✋ মাস্ক পরে থাকা অবস্থায় মাস্কে হাত দেওয়া থেকে বিরত থাকুন।
? যেসকল মাস্ক কেবল একবার ব্যবহারযোগ্য, সেগুলো পুনরায় ব্যবহার করা যাবে না। ব্যবহৃত মাস্ক স্যাঁতসেঁতে হয়ে যাওয়া মাত্র নতুন মাস্ক ব্যবহার করতে হবে।
? মাস্ক খোলার সময় পিছন দিক থেকে খুলতে হবে, মাস্কের সামনের অংশে হাত দেওয়া যাবেনা, এবং মাস্ক খোলার সাথে সাথে তা ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলে দিতে হবে।
? খেয়াল রাখবেন, মাস্ক পরার পূর্বে, ব্যবহারকালীন সময় মাস্কে হাত দিলে এবং মাস্ক খোলার পর অবশ্যই সাবান ও পানি বা অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে।
প্রতীকী ছবি