অনলাইন ডেস্ক
সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রবিবার যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান, নতুন এই সংশোধনী অনুযায়ী, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত যেকোনো সংগঠন বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করার সুযোগ রাখা হয়েছে।
তিনি আরও জানান, অধ্যাদেশটি আগামীকাল সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করা হবে।